• chanakyabangla

অবশেষে মিলল স্বস্তির খবর, হাসপাতাল থেকে ছুটি পেলেন আধুনিক চাণক্য।


চাণক্য বাংলা ওয়েব ডেস্ক: অবশেষে কাটলো উদ্বেগের মেঘ, আসলো স্বস্তির খবর, হসপিটালে থেকে ছাড়া পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গভীর রাতে শ্বাসকষ্টজনিত রোগে এইমস হসপিটালে ভর্তি হয়।চিকিৎসার পর তিনি সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। উল্লেখ্য সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর ,আরো একবার মেডিকেল চেকআপ করা হবে বলে জানা গেছে।