• chanakyabangla

আগামী ১২ তারিখ থেকে আরও ৮০টি আইআরসিটিসি বিশেষ ট্রেন চলবে।চাণক্য বাংলা ওয়েব ডেস্ক

সেপ্টেম্বর 5.2020


১২ তারিখ থেকে আরও ৮০টি আইআরসিটিসি বিশেষ ট্রেন চলবে। এই সিদ্ধান্ত নিয়েছে রেল। আগামী ১০ তারিখ থেকে ওই নতুন আইআরসিটিসি বিশেষ ট্রেনের আগাম বুকিং শুরু হয়ে যাবে। এখন দেশে ২৩০টি আইআরসিটিসি বিশেষ ট্রেন চলছে। এর সঙ্গেই অতিরিক্ত এই ৮০টি ট্রেনও চলবে। গত মার্চে লকডাউনের জন্য রেল পরিষেবা দেশের মধ্যে থমকে যাওয়ার পর গত মে মাস থেকে এধরনের আইআরসিটিসি বিশেষ ট্রেন চালু করেছিল রেল মন্ত্রক।

মে মাসে ৩০টি এসি আইআরসিটিসি বিশেষ ট্রেন চালু হয়েছিল। তারপর জুনে আরও ২০০টি এধরনের ট্রেন চালু হয়। রেল বোর্ডের চেয়ারম্যান ভিকে যাদব সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘‌আমরা বিশেষ ট্রেনগুলির উপর নজরদারি চালাব এবং যখনই চাহিদা বাড়বে ট্রেনের বা ওয়েটিং লিস্ট দীর্ঘ হবে, তখনই আমরা ক্লোন ট্রেন চালাব।’‌ রেলের তরফে জানানো হয়েছে ক্লোন ট্রেনের স্টপেজ আইআরসিটিসি ট্রেনের থেকে কম হবে এবং শুধু বড় স্টেশনগুলিতেই দাঁড়াবে ক্লোন ট্রেনগুলি।   ‌