• chanakyabangla

আনলক ৫.০-তে খুলছে সিনেমা হল


আনলক ৫.০-তে খুলছে সিনেমা হল


সুইমিং পুল, বিনোদন পার্ক, কোচিং সেন্টার খোলাতেও মিলেছে সবুজ সংকেত

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

দীর্ঘ সাত মাস পর অবশেষে আনলক ৫.০-তে খুলতে চলেছে সিনেমা হল। পুজোর আগেই সারা দেশের পাশাপাশি বাংলাতেও খুলছে সমস্ত প্রেক্ষাগৃহের দ্বার। কেন্দ্রের তরফে অনুমতি পাওয়ার পরই রাজ্য সরকার সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও থিয়েটার খোলার ব্যাপারে সম্মতি দিয়েছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে করোনা বিধি মেনে খোলা যাবে সিনেমা হল, মাল্টিপ্লেক্স ও থিয়েটার। ৫০ শতাংশ দর্শক নিতে পারবে হলগুলি। তবে ওইসব সিনেমা হল বা মাল্টিপ্লেক্স হতে হবে কনটেনমেন্ট জোনের বাইরে। এনিয়ে পৃথক নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছে সরকার।

উল্লেখ্য, আনলক ৫.০ থেকে সিনেমা হলের পাশাপাশি খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণ কেন্দ্র, সুইমিং পুল, বিনোদন পার্ক খুলছে। এমনকি বিজনেজ সংক্রান্ত প্রদর্শনী করারও অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর স্কুল বা কোচিং খোলার বিষয়টি রাজ্যগুলির ওপরই ছেড়ে দিয়েছে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, অভিভাবকদের অনুমতি থাকলে ১৫ অক্টোবরের এ নিয়ে রাজ্যগুলি নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে।