• chanakyabangla

আবারো করোনার বলি হলো ডাবলু বিসিএস অফিসার


আবারো করোনার বলি হলো ডাবলু বিসিএস অফিসার

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:ওয়াংদি জি.ভুটিয়া, ডব্লিউবিসিএস (এক্সি।) - ২০১২ (পি) ব্যাচ, বিডিও, শিতলকুচি, তিনি কোচবিহারের শীতলকুচি তে কর্মরত ছিলেন, তার করোনা রিপোর্ট পজিটিভ আশায় ভর্তি করা হয় নেওটিয়া হস্পিতাল,আজ সন্ধ্যা সাতটায় covid-19 এর কারণে মৃত্যুর কোলে ঢলে পড়লেন, এ নিয়ে কোচবিহার প্রশাসনিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।