• chanakyabangla

আবারো বিজেপি টিএমসি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ


আবারো বিজেপি টিএমসি সংঘর্ষে উত্তপ্ত উঠল তুফানগঞ্জ

চাণক্য বাংলা ওয়েব ডেস্ক:

বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে কুচবিহার জেলা, আমরা এর আগে মাথা ভাঙ্গায় বিজেপি টিএমসির সংঘর্ষ রিপোর্ট দিয়েছি, মাথাভাঙার পর এবার আবার সংঘর্ষ হল কুচবিহারে তুফানগঞ্জ। আলিপুর লোকসভার সাংসদ তার দলের কর্মীদের নিয়ে তুফানগঞ্জের কমিউনিটি হলে একটি কর্মীসভাকরছিলেন, কিন্তু সে সময় হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ শহর, সেই উত্তাপ পরিণত হয় টিএমসি বিজেপি সংঘর্ষ, এবং এই খবর করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে সাংবাদিক মার খেলে ন।