• chanakyabangla

আরোগ্য সেতু অ্যাপ কার তৈরি, জানেনা কেন্দ্রীয় সরকার, দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।


আরোগ্য সেতু অ্যাপ কার তৈরি, জানেনা কেন্দ্রীয় সরকার, দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়।

চানক্য বাংলা ওয়েব ডেস্ক: আরোগ্য সেতু অ্যাপ কার তৈরি জানেনা কেন্দ্রীয় সরকার, দেশজুড়ে উঠেছে সমালোচনার ঝড়, RTI এর উত্তর দিতে গিয়ে এই তথ্য উঠে এসেছে,ইলেক্ট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং জাতীয় তথ্য বিজ্ঞপ্তি কেন্দ্র জানিয়েছে যে সিওভিড ১৯-এর বিস্তার নিয়ন্ত্রণে সরকার কর্তৃক প্রচারিত আরোগ্য সেতু আবেদনের "সৃষ্টি" সম্পর্কে তাদের কাছে কোনও তথ্য নেই, "জবাবদিহি" হিসাবে অভিহিত করা প্রতিক্রিয়া কেন্দ্রীয় তথ্য কমিশন। যখন প্রধানমন্ত্রী মোদী, করোনাকালে বারবার নিজেই আরোগ্য সেতু অ্যাপ এর কথা বলেছে। এবং এখনও প্লেনে বা ট্রেনে ভ্রমণ করতে গেলে আরোগ্য সেতু অ্যাপ এর কথা বলা হয়, ঠিক তখনই এই তথ্য উঠে আসায় অনেকে হতবাক হয়েছে।