• chanakyabangla

করোনা আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য


করোনা আক্রান্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

ফের করোনার থাবা টলিউডে। এবার আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বুধবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ফলে বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী। তাঁর পরিবারেরও সকলের কোভিড টেস্ট করা হয়েছে। তবে তাঁরা কেউ সংক্রমিত হয়েছেন কিনা তা জানা যায়নি।

সূত্রের খবর, কয়েকদিন আগে জ্বর হয় অভিনেত্রীর। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি কোভিড টেস্ট করান। সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

প্রসঙ্গত, স্টার জলসা-র রিয়্যালিটি শো রান্নাবান্না-য় প্রতিদিনই হাজির ছিলেন অপরাজিতা আঢ্য। সপ্তমীর শারদ আড্ডাতেও হাজির ছিলেন তিনি। তবে কোথা থেকে তিনি সংক্রমিত হয়েছেন তা স্পষ্ট নয়। এদিকে, প্রতিবছর বাড়িতে বড় করে লক্ষ্মীপুজো করেন অপরাজিতা। এবার লক্ষ্মী পুজোর ঠিক আগেই করোনা আক্রান্ত হওয়ায় উত্‍‌সব থেকে তাঁকে দূরে থাকতে হবে।