• chanakyabangla

করোনা আক্রান্ত নীতিন গডকড়ি


করোনা আক্রান্ত নীতিন গডকড়ি

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় করোনার থাবা। এবার আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রথম সারির নেতা নীতিন গডকড়ি। তবে আপাতত বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

জানা গিয়েছে, মঙ্গলবার থেকেই অসুস্থ বোধ করছিলেন নীতিন গডকড়ি। এরপর তিনি চিকিৎসকের পরামর্শে লালারসের নমুনা পরীক্ষা করান। বুধবার রাতে সেই রিপোর্ট পজিটিভ আসে। তারপর রাতে তিনি নিজেই ট্যুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।

এদিকে, সোমবার সংসদে হাজির ছিলেন নীতিন গডকড়ি। ফলে সাংসদদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

ট্যুইটে মন্ত্রী জানিয়েছেন, যাঁরা এতদিন তাঁর কাছাকাছি ছিলেন বা তাঁর সংযোগে রয়েছেন, তাঁরা যেন উপযুক্ত স্বাস্থ্যবিধি মেনে চলেন।

উল্লেখ্য, এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–সহ এই নিয়ে প্রায় সাতজন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হলেন।