• chanakyabangla

করোনা আবহেও ইউপিএসসি পরীক্ষা পিছোনো সম্ভব নয়!


করোনা আবহেও ইউপিএসসি পরীক্ষা পিছোনো সম্ভব নয়!

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

করোনা আবহেও ইউপিএসসি পরীক্ষা পিছোনো সম্ভব নয়। সোমবার পরীক্ষা পিছোনোর আপিলের শুনানিতে সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়ে দিল ইউপিএসসি।

প্রসঙ্গত, গত ৩১ মে ইউপিএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু লকডাউন এবং মহামারীর কারণে তা পিছিয়ে আগামী ৪ অক্টোবর দিন ধার্য হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতেও পরীক্ষা দেওয়া সম্ভব নয় জানিয়ে ২০ জন ইউপিএসসি প্রার্থী আপাতত তিন মাসের জন্য পরীক্ষা পিছোনোর আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে। তাঁদের যুক্তি ছিল, এটা যেহেতু নিয়োগ সংক্রান্ত পরীক্ষা তাই এটা পিছিয়ে দিলে কোনও শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার প্রশ্ন নেই। কিন্তু পরীক্ষা পিছোনো কোনওমতেই সম্ভব নয় বলে জানিয়ে দিল ইউপিএসসি। সুপ্রিম কোর্ট অবশ্য চূড়ান্ত রায় দেয়নি। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৩ অক্টোবর।