• chanakyabangla

করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ালো ছাত্র ব্লক


করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ালো ছাত্র ব্লক

চাণক্য বাংলা ওয়েব ডেস্ক:

সেপ্টেম্বর5.2020

সারা ভারত ফরওয়ার্ড ব্লকের , ছাত্র সংগঠন সারা ভারত ছাত্রদলের পক্ষ থেকে হাওড়া জেলায় শিক্ষক দিবস কে, মর্যাদাসহ করে পালন করা হলো, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ঔষধ ,এবং করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি সম্মানিত শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কমরেড জমিয়ত শারিয়াত মল্লিক, নিত্যানন্দ দোলোই, প্রাক্তন বিধায়ক, ডক্টর জগন্নাথ ভট্টাচার্য, প্রমূখ