• chanakyabangla

করোনার নেসাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে


করোনার নেসাল ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে চলেছে ভারতে

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

করোনা টিকার পাশাপাশি এবার ‘নেসাল’ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং ভারত বায়োটেক। খুব শীঘ্রই এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেন, 'ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিনের পরীক্ষা চালাবে ভারত বায়োটেক।' এখন শুধু ড্রাগ কন্টোলের অনুমোদন পাওয়ার অপেক্ষা।।

হর্ষ বর্ধন জানান, করোনার নেসাল ভ্যাকসিনের প্রথম পর্বের পরীক্ষা হবে আমেরিকার সেন্ট লুইস বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন অ্যান্ড ট্রিটমেন্ট ইভ্যালুয়েশন ইউনিটে। ড্রাগ কন্ট্রোলের অনুমোদন পেলে পরবর্তী পর্বের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে ভারত বায়োটেক। এবং সেই পর্বের পরীক্ষাগুলো হবে ভারতেই।

প্রসঙ্গত, করোনার নেসাল ভ্যাকসিন ইঞ্জেকশনের মাধ্যমে নয়, স্প্রে করে নাকের মধ্যে দিয়ে প্রয়োগ করা হবে। করোনার সাধারণ ভ্যাকসিন নিয়ে দেশের অনেকগুলো সংস্থাই কাজ করছে। কিন্তু এখনও পর্যন্ত ‘নেসাল’ ভ্যাকসিন নিয়ে পরীক্ষা শুরু হয়নি।