• chanakyabangla

কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্র।


কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্র

চাণক্য বাংলা ওয়েব ডেস্ক:

কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুবার কেঁপে উঠল মহারাষ্ট্র। শনিবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে ওঠে বাণিজ্যনগরী মুম্বই। তার কয়েক ঘণ্টা আগে কেঁপে ওঠে নাসিক। যদিও দুটি ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৪১ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয় নাসিকে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪। নাসিক শহরের ৯৮ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। এর রেশ কাটতে না কাটতে এদিন সকাল ৬.৩৬ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তর মুম্বইয়ে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ২.৭। এর কেন্দ্র ছিল মুম্বইয়ের ৯৮ কিলোমিটার উত্তরে। সাতসকালে এমন কম্পনে অবশ্য আতঙ্ক ছড়ায়। কম্পনের জেরে ঘুম ভেঙে যায় অনেকের। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। যদিও কম্পন বেশিক্ষণ স্থায়ী হয়নি।