• chanakyabangla

কোচবিহারের তিনমূর্তির দেখা নেই অভিষেকের বৈঠকে।


কোচবিহারের তিনমূর্তির দেখা নেই অভিষেকের বৈঠকে।

চানক্য বাংলা ওয়েব ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের কথা মাথায় রেখেই উত্তরবঙ্গ সফরে এসেছেন অন্যতম তৃণমূল নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি শিলিগুড়িতে প্রত্যেক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন, তবে উল্লেখযোগ্য বিষয় হল সোমবারের বৈঠকে কোচবিহার জেলার তিনজন বিধায়কের অনুপস্থিতি। প্রথমজন হলেন মীহির গোস্বামী, সিতাই এর বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, আর একজন হলেন তুফানগঞ্জ এর বিধায়ক ফজলে করিম মিয়া, জগদীশবাবু এবং বিধায়ক ফজলে করিম মিয়া দুজনই রবি ঘোষ ঘনিষ্ঠ। আর এতেই জেলার রাজনৈতিক মহলে তথা তৃণমূলের অন্দরেই কান পাতলেই অনেক কিছু শোনা যাচ্ছে।

কোচবিহার জেলার নতুন কমিটি ঘোষণা হওয়ার পরেই, জেলার অন্যতম নেতা মিহির গোস্বামী যেভাবে দলের বিরুদ্ধে মুখ খুলেছেন সত্যিই অভূতপূর্ব। এরপরই জেলার তিনজন বিধায়কের অভিষেকের মত নেতৃত্বে মিটিংয়ে অনুপস্থিতি তৃণমূল নেতৃত্বের কপালে ভাঁজ ফেলেছে। তবে শাস্তির কথা এই যে, তৃণমূল সূত্রে জানা গেছে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া ছেলের চিকিৎসার জন্য পাটনায় আছেন এজন্য আসতে পারেননি, মিহির বাবুর সঙ্গে যোগাযোগ করা না গেলেও ফজলে করিম মিয়ার অনুপস্থিতি ব্যাপারে কিছু জানা যায়নি দলের প্রবীণ নেতা তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শারীরিক অসুস্থতার কারণে আইসোলেশনে আছেন এজন্য তিনি মিটিংয়ে আসতে পারেননি। বিধানসভা ভোটের আগে এই তিনজন বিধায়কের গোসা ভাঙানো না গেলে দলকে অনেক সমস্যার মুখে পড়তে হবে।