• chanakyabangla

কোভিড আক্রান্ত জি-বাংলা সারেগামাপা-র চার বিচারক


কোভিড আক্রান্ত জি-বাংলা সারেগামাপা-র চার বিচারক

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

কোভিড-১৯ থাবা বসাল এবার জনপ্রিয় বাংলা রিয়্যালিটি শো সারেগামাপা-র মঞ্চে। একইসঙ্গে করোনা আক্রান্ত হলেন চার বিচারক। এঁদের মধ্যে রয়েছেন, সঙ্গীতগুরু শ্রীকান্ত আচার্য, আকৃতি কক্কর, মিকা সিং এবং মনোময় ভট্টাচার্য।

জানা গিয়েছে, প্রথমে গায়ক শ্রীকান্ত আচার্য এবং মনোময় ভট্টাচার্য কোভিড আক্রান্ত হন। তারপরই খবর পাওয়া যায় করোনা উপসর্গ দেখা দিয়েছে মিকা সিং এবং আকৃতি কক্করের মধ্যেও। বুধবার তাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে।

এছাড়াও জ্বরে ভুগছেন আরেক বিচারক তথা গায়িকা ইমন চক্রবর্তী। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। আপাতত রাঘব চট্টোপাধ্যায়, জয় সরকার এবং আবীর চট্টোপাধ্যায়ের রিপোর্ট নেগেটিভ। কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে বাড়িতে আইসোলেশনে রয়েছেন। এই পরিস্থিতে পুজোর পর কীভাবে শ্যুটিং শুরু হবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। সতর্কতা হিসেবে প্রত্যেক প্রতিযোগী থেকে শুরু করে শো-এর টিম মেম্বার সকলেরই কোভিড টেস্ট হতে পারে বলে জানা যাচ্ছে।