• chanakyabangla

কৃষি বিলের ,বিরোধিতা চলছে ভারত বনধ


কৃষি বিলের ,বিরোধিতা চলছে ভারত বনধ

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

কৃষি বিল পাশ হওয়ার পর সারাদেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছে বিরোধীদলের কৃষক সংগঠন।বিশেষত এর প্রভাব গিয়ে পড়ে পাঞ্জাব ও হরিয়ানা তে। আজ এই কৃষি বিলের বিরোধিতা ভারতবর্ষের বিভিন্ন কৃষক সংগঠন ভারত বন দেখেছে, এর প্রভাবে বিভিন্ন জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। পাঞ্জাবে কৃষকদের উপর ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস, ওয়াটার কমান এবং এর কিছুটা হল প্রভাব আমাদের রাজ্যে এসে পড়েছে।আমাদের রাজ্যের বিভিন্ন ব্লকের ব্লকের কৃষক সংগঠনের পক্ষ থেকে চলছে বিক্ষোভ এবং পথ অবরোধ, খাগড়াবাড়ি, সিতাই, সাহেবগঞ্জ মাথাভাঙ্গা, বিডিও অফিসের সামনে সিপিএমের ট্রেড ইউনিয়ন সংগঠন পথ অবরুদ্ধ করছে আমাদের জেলায়।

তাদের দাবি একটাই এ বিল প্রত্যাহার করতে হবে,