• chanakyabangla

গরবেতা অন্তঃসত্ত্বা মেয়েকে পিটিয়ে খুন করল বাবা।


গরবেতা অন্তঃসত্ত্বা মেয়েকে পিটিয়ে খুন করল বাবা।

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

একুশ শতকের এক নরকীয় ঘটনা আর সাক্ষী থাকলো গরবেতা।অন্তঃসত্ত্বা মেয়েকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে।জানা গেছে ওই মৃত ছাত্রীর নাম মৌসুমী মাঝি বয়স 14 বছর এবং নবম শ্রেণীর ছাত্রী ছিলো।

মিৃতার বাড়ি গরবেতা থানার আমলাশুলির গোলবাড়ি গ্রামে, জানা গেছে বিশ্বকর্মা পূজা উপলক্ষে মায়ের সঙ্গে মেয়ে গেছিল মামা বাড়িতে,রবিবার সন্ধ্যায় শশুর বাড়ি গিয়েছিল মৃত মেয়ের বাবা, মৃতের মা পুতুল মাঝের দাবি কয়েকদিন আগেই বাবা তার মেয়ের প্রণয়ঘটিত ব্যাপারে জানতে পারেন, এ নিয়ে দুজনের মধ্যে তক্কাতক্কি হয়েছিল। অশান্তি এরাতেই তিনি মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন,

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রোববার দিন বাবা ও মেয়ের মধ্যে কথা কাটাকাটি হওয়ার সময় হঠাৎ করে বাবা তার মেয়েকে কাঠ দিয়ে আঘাত করে, এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।মৃতের মায়ের দাবি তার মেয়ে দু মাসের অন্তঃসত্তা ছিলো। মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, পুলিশ ওই মৃতার বাবাকে গ্রেফতার করেছে এবং তদন্ত চালু করেছে।