• chanakyabangla

গরবেতা 3 ব্লকের ডুকি গ্রামের দুর্গা পুজো উদ্বোধন করলেন জেলা সভাধিপতি মাননীয়া উত্তরা সিংহ হাজরা


গরবেতা 3 ব্লকের ডুকি গ্রামের দুর্গা পুজো উদ্বোধন করলেন জেলা সভাধিপতি মাননীয়া উত্তরা সিংহ হাজরা।

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের ডুকি অগ্রদূত স্পোটিং ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, এছাড়াও উপস্থিত ছিলেন গড়বেতা ৩ নম্বর ব্লকের নবনির্বাচিত ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ সহ একাধিক বিশিষ্ট জনেরা, জানা গিয়েছে এই বছর ষষ্ঠ তম বর্ষে পদার্পণ করল এই দুর্গাপুজো, তবে বর্তমান মহামারীর কারণে এবং সরকারি গাইডলাইন অনুযায়ী পুজো কমিটি পক্ষ থেকে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ, জানা গিয়েছে প্রত্যেক বছর বস্ত্র বিতরণ সহ একাধিক সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করত এই পুজো কমিটি, তবে এই বছর মহামারি ভাইরাসের কারণে বন্ধ করে দেয়া হয়েছে সমস্ত অনুষ্ঠানসূচি, তবে এই বিষয়ে এলাকাবাসী নিরাশ হলেও সরকারি বিধি মেনেই পুজো উপভোগ করা হবে এমনটাই জানা যায় এলাকাবাসী তরফ থেকে।