• chanakyabangla

গরু পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট


গরু পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

গরু পাচার কাণ্ডে এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হল এক প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্ট। এই নিয়ে গরু পাচার কাণ্ডে চারজন সিবিআইয়ের জালে ধরা পড়ল।

সিবিআই সূত্রে খবর, ধৃত প্রাক্তন বিএসএফ কমান্ড্যান্টের নাম সতীশ কুমার। বিএসএফ-এর ৩৬ নম্বর ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন তিনি। বর্তমানে রায়পুরে কর্মরত ছিলেন। আজ সকাল থেকেই নিজাম প্যালেসে তাঁকে জেরা করার পর সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন সিবিআই আধিকারিকরা।

উল্লেখ্য, এর আগে গরু পাচার চক্রের মূল পান্ডা এনামুল হক সহ অন্য দুই মাথা আনারুল শেখ ও মহম্মদ গোলাম মুস্তাফাকে গ্রেফতার করেছে সিবিআই।