• chanakyabangla

চন্দ্রকোনা রোডে নাবালিকাকে শীলতাহানি করার প্রতিবাদে ডেপুটেশন।


চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

চন্দ্রকোনা রোডে নাবালিকার শ্লীলতাহানীর প্রতিবাদে ও অভিযুক্ত দোষী ব্যক্তিকে শাস্তির দাবিতে চন্দ্রকোনা রোডে পুলিশ ফাঁড়িতে গরবেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন। উল্লেখ্য শুক্রবার সন্ধ্যা নাগাদ চন্দ্রকোনা রোড এর ডাবচা তে এক নাবালিকার শ্লীলতাহানি করে এক বৃদ্ধ। শনিবার অভিযুক্ত ব্যক্তিকে আটক করে গড়বেতা থানার পুলিশ। অভিযুক্ত কড়া শাস্তির দাবিতে আজ দুপুরে তৃণমূলের ডেপুটেশন।