• chanakyabangla

চীনগামি বিমানে ১৯ জন সংক্রমিত, এয়ার ইন্ডিয়ার দাবি 'রিপোর্ট নেগেটিভ ছিল'


শুক্রবার চীনের ইউহানে পৌঁছেছিল ‘‌বন্দে ভারত’‌ বিমান। সেখানে অবতরণের পরেই করোনা পরীক্ষা হয় যাত্রীদের। ১৯ জনেরই রিপোর্ট পজিটিভ এসেছে।

এয়ার ইন্ডিয়া যদিও বিবৃতি দিয়ে জানিয়ে দিল, নিয়ম মেনে বিমানে চাপার আগে প্রত্যেক যাত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট দেখা হয়েছে। সরকার নির্দেশিত গবেষণাগার থেকেই করোনা পরীক্ষা করেছিলেন তাঁরা। সেই রিপোর্ট নেগেটিভ ছিল। এয়ার ইন্ডিয়া এও দাবি করল, নিয়ামক সংস্থা নির্ধারিত সমস্ত কোভিড প্রোটোকল মেনেই তাদের উড়ান চলছে।

এয়ার ইন্ডিয়ার তরফে এ কথাও জানানো হল, বৈধ রিপোর্ট ছাড়া যাত্রীদের বিমানে চাপার কোনও প্রশ্নই নেই। বিমানে চাপার আগে প্রত্যেক যাত্রীর দু’‌বার করোনা পরীক্ষা করানো বাধ্যতামূলক।

গত ডিসেম্বরে এই ইউহানেই করোনা সংক্রমণ প্রথম শুরু হয়। তার পর এই প্রথম সেখানে বন্দে ভারত বিমান নামল শুক্রবার। সেই বিমানে মোটি ৫৮ জন যাত্রীর মধ্যে ১৯ জনই করোনা পজিটিভ। বাকি ৩৯ জনের উপসর্গ নেই। তবে যেহেতু তাঁরাও আক্রান্তের সংস্পর্শে এসেছেন, তাই সকল যাত্রীকেই হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে বন্দে ভারতের বিমানে সওয়ার যাত্রীদের ক্ষেত্রে এটাই প্রথম ঘটনা নয়। এর আগেও বিদেশি বিমানবন্দরে নামার পর অনেক যাত্রীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। হংকং এবং দুবাই বন্দে ভারতের বিমান বন্ধও রেখেছিল।