• chanakyabangla

চুশূলে ভারতবর্ষের বড় পদক্ষেপ, দিচ্ছে কাঁটাতারের বেড়া


চুশূলে ভারতবর্ষের বড় পদক্ষেপ, দিচ্ছে কাঁটাতারের বেড়া

চাণক্য বাংলা ওয়েব ডেস্ক:

চুষলে যে শিখর ভারতীয় সেনারা দখল করেছে সেখানে চিনা লাল ফৌজ আটকাতে চারপাশে কাঁটা তারের বেড়া দিচ্ছে ভারতীয় সেনা, উল্লেখ্য প্যাংগং লেক এর দক্ষিনে কিছুদিন আগেই ভারত ও চীন সেনা সংঘর্ষে জড়িয়ে পড়েছিল, এরপরেই নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করলো ভারত।এবং চীনের সঙ্গে সর্বশেষ বৈঠকে ভারত জানিয়েছে লাল ফৌজের কোনরকম দাদাগিরি ভারত আর সহ্য করবেনা এবং উপযুক্ত জবাব দেওয়া হবে