• chanakyabangla

জলমগ্ন দিনহাটায় ঘটলো ভয়াবহ চুরির ঘটনা।


জলমগ্ন দিনহাটায় ঘটলো ভয়াবহ চুরির ঘটনা।

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

জলমগ্ন দিনহাটায় ঘটলো চুরির ঘটনা, ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে চড়ারহাট সংলগ্ন এলাকায়।সকালে দোকানের মালিক দেবাশীষ কুন্ডু। দোকান খুলতে এসে দেখে, দোকানের ঝাঁপ অল্প ফাঁকা রয়েছে,দোকানের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পরে রয়েছে, ক্যাশ বাক্সে টাকা নেই। এবং দোকানের অনেক মাল চুরি হয়ে গেছে। যার পরিমাণ লক্ষাধিক টাকার উপর। দেবাশিস বাবু জানান গতকাল রাতে ঝরের সুযোগ নিয়ে দুষ্কৃতিরাই এই কাজ করেছেন।

শুধু এটাই চুরির ঘটনা না, ঠিক একই সময়ে পাসে আর একটি দোকানে চুরি হয়েছে, দোকানদারের নাম পরিমল কুন্ডু, পরিমল বাবু জানান তার দোকান থেকে প্রায় 2000 টাকার মাল চুরি গেছে। পরে দুজন দোকানদারি থানায় এসে অভিযোগ জানান।