• chanakyabangla

দক্ষিণ ভাসিয়ে নিম্নচাপের মেঘ যাবে উত্তরে, হবে ভারী বৃষ্টি


চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরে দানা বেঁধে নিম্নচাপ সরছে ওডিশার দিকে। এর প্রভাবে সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টি ঝরবে। কোথাও কোথাও দু–এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। প্রবল বৃষ্টি হবে ওডিশায়। এর প্রভাবে সোমবার উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হবে। চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি জানিয়েছে, দানা বেঁধেই নিম্নচাপটি দক্ষিণ–পশ্চিম দিকে সরতে থাকায় দক্ষিণবঙ্গে যতটা বৃষ্টি আশা করা গিয়েছিল, ততটা নাও হতে পারে। গত কয়েক দিন ধরে চলছিল চড়া গরম আর ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গ জুড়ে। রাতের দিকে বেড়েছে অস্বস্তি। রবিবার সকালে মেঘে ঢাকা আকাশ আর এক পশলা বৃষ্টিতে সেই অস্বস্তি উধাও হয়। দিনভর আকাশে মেঘ থাকায় তাপমাত্রাও কিছুটা কমে। রাতের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়ার দু–এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদের কোথাও কোথাও। উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের দু–এক জায়গায়ও ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এই পরিস্থিতি চলতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। তারপর উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কিছুটা কমবে।‌