• chanakyabangla

দশমীর রাতে, সিতাই এ খুন বিজেপি কর্মী


দশমীর রাতে, সিতাই এ খুন বিজেপি কর্মী

ঘটনাটি ঘটেছে কোচবিহারের সিতাই ব্লকের ব্রহ্মত্বচাতরা গ্রাম পঞ্চায়েতের ৫৩৮ নং

সিংগীমারী গ্রামে, ওই মৃত ব্যক্তির নাম রুহিদাস বিশ্বাস, বয়স ৫০। ওই মৃত ব্যক্তি বিজেপি কর্মী বলে জানা গেছে,

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয় দশমীর রাতে ওই ব্যক্তি ঘুমোতে যাওয়ার জন্য বিছানা ঠিক করছিলেন,ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে তার মাথায় গুলি করে,এবং সাথে সাথেই পরিবারের তরফ থেকে তাঁকে দিনহাটা হসপিটাল নিয়ে যাওয়া হয়, এবং সেখানে নিয়ে গেলে হসপিটাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন, ময়নাতদন্তের জন্য ওই ব্যক্তিকে কোচবিহার মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, ঠিক কি কারণে খুন পুলিশ তদন্ত চালু করেছে।