• chanakyabangla

দেওচড়াই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আহত 10 এর ও বেশি


দেওচড়াই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, আহত 10 এর ও বেশি

চাণক্য বাংলা ওয়েব ডেস্ক:

দেওচড়াই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতির নাম ঘোষণা হতেই উত্তেজনার সৃষ্টি হল নতুন সভাপতি মুজিবুর রহমান ওপুরনো সভাপতি ফারুক মন্ডলের গোষ্ঠীর মধ্যে। দুই পক্ষ মিলে আহত সংখ্যা 10 এরও বেশি। একজনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের আনতে যাওয়া একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর হয় বলে জানা গেছে। ঘটনাস্থলে রয়েছে প্রচুর পুলিশ।