• chanakyabangla

দাদুর জয়ের খবর পেয়ে পারিবারিক আনন্দ মুহূর্তের ছবি পোস্ট দেন-নাতনির।


চানক্য বাংলা ওয়েব ডেস্ক:আমেরিকার প্রেসিডেন্ট ভোট জেতার পর পারিবারিক আলিঙ্গনই ছিল জো বাইডেনের কাছে জয়ের প্রথম পুরস্কার। সেই ছবি টুইট করলেন বাইডেনের বড় নাতনি নাওমি। ছবিতে শুধু শনিবারের তারিখটা লেখা। ছবিটি তাঁদের নিজেদের বাড়িতেই তোলা, সিঁড়ির পাশে। সিঁড়ি এবং ঘরের একাংশ ছবিতে দৃশ্যমান। বাইডেনের ছেলে হান্টার এবং তাঁর প্রথম স্ত্রী ক্যাথলিনের মেয়ে, ২৭ বছরের নাওমি বরাবরই দাদুর প্রিয়। কারণ, ১৯৭১ সালে গাড়ি দুর্ঘটনায় প্রয়াত বাইডেনের মেয়ে নাওমি ক্রিস্টিনার নামেই নাতনির নাম রেখেছিলেন তিনি। দুঁদে রাজনীতিক তাঁর মৃতা মেয়েকে নাতনির মধ্যে খুঁজে পান। সেকারণেই অন্য ভাইবোনদের থেকে নাওমি ঠাকুর্দার বেশি ঘনিষ্ঠ। মার্কিন সংবাদমাধ্যম অনুযায়ী, বাইডেনের সব নাতিনাতনিদের মধ্যে একমাত্র নাওমিরই ইনস্টগ্রাম অ্যাকাউন্ট আছে। টুইটার–বায়ো–তে তাঁর পরিচয়, ‘‌বোন, মেয়ে, নাতনি’‌।