• chanakyabangla

দিনহাটায় মদ খেয়ে শিলপাটা দিয়ে আঘাত করে নিজের দ্বিতীয় স্ত্রী খুন, উঠছে ফাঁসির দাবি।


দিনহাটায় মদ খেয়ে শিলপাটা দিয়ে আঘাত করে নিজের দ্বিতীয় স্ত্রী কে হত্যা করলেন নজরুল নামের এক ব্যক্ত।

চাণক্য বাংলা ওয়েব ডেস্ক

সেপ্টেম্বর 6.2020

আবারও বধূ নির্যাতনের ঘটনা ঘটলো দিনহাটা থানার অন্তর্গত বোয়ালমারী এলাকায়, আজ সকালে বৃষ্টির সময় নজরুল নামে এক ব্যক্তি মদ গাঁজা খেয়ে শিলনোড়া দিয়ে আঘাত করে নিজের দ্বিতীয় স্ত্রীকে খুন করলেন। খুন করে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। দ্বিতীয় পক্ষের কোনো কোন সন্তান নেই। উল্লেখ্য এই ব্যক্তি গত কয়েক বছর আগে শাবল দিয়ে আঘাত করে নিজের প্রথম স্ত্রীকে খুন করেছিলেন। এর পরই দ্বিতীয় বিয়ে করেন। এলাকাবাসী জানিয়েছেন পেশায় ভ্যানচালক এই ব্যক্তি প্রত্যেকদিন নেশা করে এসে তার স্ত্রীর উপর অত্যাচার করত। এলাকাবাসী একত্রিত হয়ে এখন ফাঁসির দাবি তুলেছে।