• chanakyabangla

নভেম্বেরেই বাজারে চলে আসবে করোনা প্রতিষেধক, দাবি চিনের ।


নভেম্বেরেই বাজারে চলে আসবে করোনা প্রতিষেধক, দাবি চিনের

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

রাশিয়ার পর এবার চিন! নভেম্বরের মধ্যেই বাজারে চলে আসবে করোনা প্রতিষেধক। এমনই দাবি জানিয়েছেন চিনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র অধিকর্তা গুইঝেন হু।

সিডিসি-র তরফে জানানো হয়েছে, চারটি প্রতিষেধক নিয়ে কাজ চলছে চিনে। ইতিমধ্যে জুলাইয়ে জরুরি পরিষেবায় কর্মরত ব্যক্তিদের শরীরে ৩টে প্রতিষেধকের প্রয়োগের কাজ সম্পন্ন হয়েছে এবং দারুণ সাফল্য এসেছে। গুইঝেন হু-এর কথায়, এখনও পর্যন্ত প্রতিষেধক প্রয়োগে কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। তিনি নিজেও ওই ভ্যাকসিন নিয়েছেন বলে চিনের এক টেলিভিশন সাক্ষাত্কারে দাবি করেছেন। ফলে নভেম্বের গোড়ায় বা ডিসেম্বরেই ওই ভ্যাকসিনগুলি বাজারে চলে আসবে বলে সিডিসির অধিকর্তা আশাবাদী।

জানা গিয়েছে, আগামী দেড় মাসের মধ্যে যে ৩টি ভ্যাকসিন বাজারে আসবে বলে সিডিসি দাবি করেছে তা তৈরি করছে চিনের ন্যাশনাল ফার্মাকিউটিক্যাল গ্রুপ (সিনোফার্ম) এবং মার্কিন সংস্থা সিনোভ্যাক বায়োটেক। বাকি একটি প্রস্তুত করছে ক্যানসিনো বায়োলজিক্স। সেটি চিনা সেনার উপর ক্লিনিক্যাল ট্রায়াল চলছে।