• chanakyabangla

নোটিশ, বদলে যাচ্ছে স্কুলের সিলেবাস।


নোটিশ, বদলে যাচ্ছে স্কুলের সিলেবাস।

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

করোনার জেরে বদলে যাচ্ছে ICSE,ICS সিলেবাস। মোট 13 টি বিষয় কাটছাঁট করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংরেজি, দ্বিতীয় ভাষা, ইতিহাস-ভূগোল গণিত পদার্থবিদ্যা অর্থনীতি রসায়ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ইকোনমিক অ্যাপ্লিকেশন মোট 13 টি বিষয়ে কাটছাঁট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।2021 সালে যারা পরীক্ষা দিবেন তাদের জন্যই বদল। ISC ক্ষেত্রে মোট দশটি বিষয়ে কাটছাঁট করা হবে।