• chanakyabangla

নাবালিকা বিবাহ নিয়ে বাড়ছে চিন্তা
চাণক্য ওয়েব ডেস্ক : করোনা-আবহে অনটন বেড়েছে। বন্ধ স্কুলও। সেই ফাঁকে উত্তরবঙ্গের নানা প্রান্তে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে নাবালিকা বিবাহ। কোথাও চুপিসাড়ে, কোথাও আবার ঘটা করেই হচ্ছে নাবালিকা মেয়ের বিয়ের আয়োজন।

দিনকয়েক আগেই কোচবিহারের ২ নম্বর ব্লকের কালপানিতে এমনই একটি বিয়ের আসরে হাজির হয়েছিলেন পুলিশ-প্রশাসনের কর্মীরা। তখন বিয়ের জোগাড় প্রায় শেষ। পাত্র-পাত্রী বিয়ের পিঁড়িতে আসীন। তার খানিক আগেই অভিযোগ পৌঁছয়, মেয়ের বয়স ১৫ বছর। খবর পাওয়ামাত্র সেই বাড়িতে উপস্থিত হন পুলিশ-প্রশাসনের কর্মীরা এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যেরা। ততক্ষণে ব্রাহ্মণের মন্ত্র পড়া শেষ। সেই অবস্থাতেই সবার সঙ্গে কথা বলে আলাদা করে দেওয়া হয় পাত্র ও পাত্রীকে। বন্ধ করে দেওয়া হয় বিয়ে।