• chanakyabangla

পশ্চিমবাংলা যেন দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে, বললেন অর্জুন সিং


পশ্চিমবাংলা যেন দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে, বললেন অর্জুন সিং

চালুক্য বাংলা ওয়েব ডেস্ক:

দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরে মহিলা বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ,থানা ঘেরাও কর্মসূচি করেন বিজেপি নেতৃত্ব। এ কর্মসূচিতে যোগদান করেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

এই কর্মসূচিতে যোগদান করে তিনি বলেন,বাংলার কোনায় কোনায় বোমা বন্দুক পাওয়া যাচ্ছে, বাংলা যেন দ্বিতীয় পাকিস্তানের রূপ ধারণ করেছে।

বাংলায় আইন-শৃঙ্খলা বলে কিছু নেই। আমরা আগে 18 তখন করেছি এখন বাংলা দখল করেব, গণতান্ত্রিক পদ্ধতিতে।

প্রসঙ্গত বিজেপি কর্মী রাধারানী নস্করের বাড়িতে এক দল দুষ্কৃতী হামলা চালায়, এর প্রতিবাদ করা ওই দুস্কৃতির দল রাধারানী নস্কর এর পিছন দিকে গুলি চালায়। রাধারানী নস্কর খুব গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন। দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত বলে বিজেপি নেতৃত্বের দাবি করেছেন।

বিজেপি নেতৃত্ব আরও অভিযোগ করেছে, হামলার ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করলেও ঘটনার মূল অভিযুক্ত এখনো অধরা। আর ওই অভিযুক্ত পঞ্চা নস্কর স্থানীয় বিধায়ক দিপালী মন্ডলের খুব কাছের লোক বলে দাবি করেছে।