• chanakyabangla

পশ্চিম মেদিনীপুরের ৮ বিডিও বদলি।


পশ্চিম মেদিনীপুরের ৮ বিডিও বদলি

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

মেদিনীপুর: বছর ঘুরলে বিধানসভা ভােট। দিন কয়েক পরেই শুরু হবে ভােটার তালিকা সংশােধন-পর্ব । এই আবহে পশ্চিম মেদিনীপুরে

বিডিওস্তরে বড়সড় রদবদল হল। এক সঙ্গে বদলি হলেন জেলার ৮জন বিডিও। প্রশাসন সূত্রে খবর,

বৃহস্পতিবারই এই বদলির নির্দেশিকা জারি হয়েছে। শীঘ্রই তা কার্যকর হবে। প্রশাসনিক সূত্রে দাবি, এই বদলি নিয়মমাফিক।

প্রশাসনিক সূত্রে খবর, তিন বছর বা তারও বেশি সময় ধরে যাঁরা একই ব্লকে রয়েছেন, এমন সব বিডিওদেরই অন্যত্র বদলি হয়েছে। মেদিনীপুর

সদর, খঙ্গপুর-২, দাঁতন-১, দাঁতন- ২, চন্দ্রকোনা-১, ঘাটাল, গড়বেতা-৩ (চন্দ্রকোনা রােড) এবং পিংলা— এই ৮টি ব্লকে বিডিও-র বদলির নির্দেশ

হয়েছে। মেদিনীপুর সদরের বিডিও ফারহানাজ খানম হাওড়ার শ্যামপুর-২ ব্লকে যাচ্ছেন। খঙ্গপুর- ২-এর বিডিও আলি মহম্মদ ওয়ালিউল্লাহ পূর্ব

বর্ধমানের মেমারি- ১ ব্লকের বিডিও হচ্ছেন। দাঁতন-১ এর বিডিও অনিরুদ্ধ। ঘােষ পুরুলিয়া-১ ব্লকের, দাঁতন ২-এর বিডিও দীপান্বিতা পাত্র পূর্ব বর্ধমানের

রায়না-২ ব্লকের বিডিও হচ্ছেন । চন্দ্রকোনা ১-এর বিডিও অভিষেক মিশ্র পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বিডিও হচ্ছেন। ঘাটালের বিডিও

অরিন্দম দাশগুপ্ত দক্ষিণ দিনাজপুরের ডিএমডিসি হচ্ছেন। গড়বেতা-৩ এর বিডিও অভিজিৎ চৌধুরী উত্তর চব্বিশ পরগনার (ব্যারাকপুর) ডিএমডিসি

হচ্ছেন। ওনার পরিবর্তে গড়বেতা-৩ এর বিডিও হয়ে আসছেন অমিতাভ বিশ্বাস । পিংলার বিডিও শখ ঘটক পুরুলিয়ার আরশার বিডিও হচ্ছেন।