• chanakyabangla

পুজো নিয়ে নতুন নির্দেশিকা দিলেন কলকাতা হাইকোর্ট।


পুজো নিয়ে নতুন নির্দেশিকা দিলেন কলকাতা হাইকোর্ট।

চানক্য বাংলা ওয়েব ডেস্ক: করোনা আবহে সমস্ত পূজা মন্ডপ কে নো এন্ট্রি ঘোষণা করেছিলেন মাননীয় হাইকোর্ট, এই রায় কে পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে ছিলেন ফোরাম ফর দুর্গোৎসব নামে একটি সংস্থা, সেই পুনর্বিবেচনার গান করতে গিয়ে হাইকোর্ট কতগুলো গাইডলাইন নির্দেশিকা বেঁধে দিলেন 'পুজো নিয়ে নতুন নির্দেশিকা দিলেন ,মণ্ডপ নো-এন্ট্রি থাকবে৷ তবে, নো-এন্ট্রি জোনে পুজোর আচার-অনুষ্ঠান চলতে পারে৷ পুরোহিত, ঢাকি ও পুজোর উপাচারে যুক্ত ব্যক্তিরা অংশ নিতে পারেন৷ তবে, তার জন্য রয়েছে কিছু শর্ত৷ বড় মণ্ডপে সর্বাধিক ৬০ জনের প্রবেশাধিকার থাকবে৷ তবে একসঙ্গে ৪৫ জন প্রবেশ করতে পারবেন না৷ ৩০০ বর্গমিটারের কম মণ্ডপে ১৫ জনের বেশি প্রবেশে করা যাবে না৷ একসঙ্গে ১০ জন ঢুকতে পারবেন না৷  প্রতিদিন তালিকা বদল করা যাবে৷ স্থানীয় বাসিন্দা ও পুজো উদ্যোক্তারা এই তালিকায় থাকতে পারবেন৷ প্রয়োজনে সেই তালিকা দিনে দিনে বদল করা যাবে৷ এদিনের শুনানিতে সিঁদুর খেলার কোনও অনুমতি দেওয়া হয়নি।

হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায়ের বেঞ্চ নির্দেশিকা দিতে গিয়ে আরো বলেছেন৩০০ মিটার পরিধি নিয়ে মণ্ডপে ৬০ জন ঢুকতে পারবেন৷ ৬০ জনের তালিকা হলে ঢুকতে পারবেন ৪৫ জন৷ ৩০০ বর্গ মিটারের মণ্ডপে ১৫ জন প্রবেশ করতে পারবেন৷ ১৫ জনের তালিকা হলেও এক সঙ্গে ঢুকতে পারবেন ১০ জন৷ উদ্যোক্তারা, স্থানীয় নামের তালিকা আপডেট হতে পারে৷ করোনা বিধি মেনে নো-এন্ট্রি জোনে থাকতে পারবেন ঢাকিরা৷ তবে ঢাকিদের পর্যাপ্ত সুরক্ষা দিতে হবে৷