• chanakyabangla

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিলেন মোদি সরকার


পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিলেন মোদি সরকার।

চানক্য বাংলা ওয়েব ডেস্ক: ভারত পৃথিবীর পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করেছে, এ সত্যেও পূজার মৌসুমে প্রত্যেকবার ভারতবর্ষে পেঁয়াজের দাম অস্বাভাবিক হয়ে ওঠে, তাই ভারত সরকার পেঁয়াজ বিদেশে রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল,গত বছর ৩.৫ মিলিয়ন ডলার মূল্যের পেঁয়াজ বীজ রফতানি হয়েছিল ভারত থেকে, সেখানে এই বছর এপ্রিল-অগাস্টে ০.৫৭ মিলিয়ন ডলার পেঁয়াজ বীজ রফতানি করা হয়েছে ।পুজোর শুরুতে দাম ছিল ৭০ থেকে ৭৫ টাকা। এ সপ্তাহে 100 ছড়াতে পারে।