• chanakyabangla

প্রয়াত হলেন কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি শ্যামল চৌধুরী


প্রয়াত হলেন কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি শ্যামল চৌধুরী

চাণক্য বাংলা ওয়েব ডেস্ক

সেপ্টেম্বর 6.2020

কংগ্রেসে আবারও ইন্দ্রপতন , প্রয়াত হলেন কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি শ্যামল চৌধুরী, গত দোসরা সেপ্টেম্বর অসুস্থ শরীর নিয়ে তিনি কোচবিহারের একটি বেসরকারি হসপিটালে ভর্তি হন, পরে তার করোনা টেস্ট কড়ায় তার রিপোর্ট পজিটিভ আসে। এর সাথে বার্ধক্যজনিত রোগ এবং দুরারোগ্য ক্যান্সার হয়েছিল, বলে জানা গেছে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 74, শনিবার গভীর রাতে কোচবিহারের একটি বেসরকারি হসপিটালে তিনি তার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলের শোক নেমে এসেছে। 2016 সালে বাম কংগ্রেস জোটের তিনি প্রার্থী হয়েছিলেন। এবং জেলায় বাম কংগ্রেস জোটের অন্যতম কাণ্ডারী তিনি ছিলেন। তার মৃত্যুর সাথে সাথে জেলা একটি রাজনৈতিক অধ্যায়ের শেষ হলো।