• chanakyabangla

প্রেমিক বিয়েতে রাজি নন, হোডিং বোর্ডে চড়ল নাবালিকা


প্রেমিক বিয়েতে রাজি নন, হোডিং বোর্ডে চড়ল নাবালিকা

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:দিন পাল্টেছে। তাই বীরু নয়। পরিবর্তে বাসন্তীই নাছোড় বিয়েতে। প্রেমিক মানেননি। তাই সোজা চড়ে বসল হোর্ডিং বোর্ডের ওপর। সেখান থেকেই হুঁশিয়ারি, প্রেমিককে বিয়ে করতেই হবে। নয়তো ঝাঁপ দেবে সে। ইন্দোরের পরদেশাপুরা এলাকার ঘটনা।

এসব দেখে হোর্ডিং বোর্ডের নীচে ভিড় জমে গেল। লোকজন এসব দেখে হতবাক। অনেকেই মেয়েটিকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সে অনড়। কিছুতেই নামবে না। থানায় খবর যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পরেও মেয়েটি নামতে নারাজ। শেষ পর্যন্ত নাবালিকাকে বুঝিয়ে সুঝিয়ে নামায় পুলিশ।

তবে পুলিশকে কথা দিতে হয়, প্রেমিকের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করা হবে। জানা গেছে, মেয়েটির মাও ওই ছেলের সঙ্গে তার বিয়ে দিতে রাজি নয়। আর এই নিয়েই ঝামেলার সূত্রপাত। মেয়েটির প্রেমিক সাবালক। তবে তিনি এখনই বিয়ের জন্য প্রস্তুত নন। সেই নিয়েই গোল।