• chanakyabangla

ফের বৃষ্টিতে ডুবলো তমলুক জেলা হাসপাতাল
চাণক্য ওয়েব ডেস্ক : নিম্নচাপের জেরে বজ্রপাত সহ ভারী বৃষ্টি শুরু হয়েছিল মঙ্গলবার ভোররাতে। কয়েক ঘণ্টার বৃষ্টিতে ফেরে জলে ডুবল তমলুক জেলা হাসপাতাল চত্বর। এমনকী হাসপাতাল চত্বর ছাপিয়ে সেই জল ঢুকে পড়ল রোগীদের ওয়ার্ডেও। হাঁটু জলে দাঁড়িয়ে রোগী দেখতে হল চিকিৎসকদের। বৃষ্টিতে জলমগ্ন হয়েছে পাঁশকুড়া স্টেশন বাজার চত্বরও। কদিন আগেই ভারী বৃষ্টির জেরে জমা জলে পাইকারী আনাজ বাজার বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। ফের নতুন করে জল জমায় ভোগান্তির শিকার ব্যবসায়ী থেকে শহরবাসী।