• chanakyabangla

ফের হাতির হানা, চাষে ক্ষতি


ফের হাতির হানা, চাষে ক্ষতি

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

মেদিনীপুর গ্রামীণে হানা দিল হাতির দল। আর গোয়ালতোড়ের দুধপতরির জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা আরেকটি হাতির বদল করল তাদের ডেরা।বন দফতর সূত্রের খবর, হাতির একটি বড় দল চাঁদড়ার শুকনাখালির জঙ্গলে রয়েছে। হাতির দল এলাকায় চলে আসায় স্থানীয়েরা উদ্বেগেও রয়েছেন। বৃহস্পতিবার মেদিনীপুর বন বিভাগের ইতিউতি হাতির দল ছিল। সবচেয়ে বড় দলটি ছিল চাঁদড়া রেঞ্জের শুকনাখালিতে। দলটিতে ৩০-৩৫টি হাতি রয়েছে। নয়াবসত রেঞ্জের উখলায় ১টি হাতি রয়েছে। লালগড় রেঞ্জের কামরাঙ্গিতে ৬- ৭টি হাতি রয়েছে। পিঁড়াকাটা রেঞ্জের জামিরগোটে ১টি হাতি রয়েছে। পাথরিতে হাতি রয়েছে ২০-২১টি। অন্যদিকে, আড়াবাড়ি রেঞ্জের জোড়াকুশমিতে ১৪- ১৫টি হাতি রয়েছে। এখন জমিতে ধান রয়েছে। হাতির দল এলাকায় থেকে গেল ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।