• chanakyabangla

বাংলাদেশ থেকে বিশ্বকর্মা পুজোর আগেই ঢুকলো ইলিশ মাছ।


বাংলাদেশ থেকে ডুবল ইলিশ

চাণক্য বাংলা ওয়েব ডেস্ক: বিশ্বকর্মা পুজোর আগেই রেওয়াজ আছে অনেক বাড়িতে ইলিশ মাছ খাবার, তাদের স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে, সোমবার দিন বাংলাদেশ থেকে ঢুকলো ১২ মেট্রিক টন ইলিশ মাছ।৪ ট্রাক ইলিশ মাছ ঢুকেছে বাংলাদেশ থেকে। আর আজ থেকেই বাজারে পাওয়া যাচ্ছে ইলিশ মাছ।কম করে ১৪০০-১৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। তবে বাংলাদেশ থেকে যে পরিমাণ এসেছে তা চাহিদার তুলনায় অনেকেই কম।২০১২ সালে ঢাকা ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিয়েছিল, যদিও পুজোর আগে গতবার অনেক ইলিশ মাছ ভারতে পাঠিয়েছিল।

তবে ভারতে এবছর আরো প্রচুর পরিমাণ ইলিশ মাছ ঢাকা থেকে আসবে। এবছর সম্ভবত ১৫০০ মেট্রিক টন ইলিশ মাছ ঢাকা ভারতে পাঠাবে। তারই প্রথম ভাগ সোমবার ভারতে এসে পৌঁছায়।