• chanakyabangla

বাংলাদেশে মসজিদে বিস্ফোরণ, নিহত 11, হতাহতের সংখ্যা অনেক।


বাংলাদেশের মসজিদে বিস্ফোরণ। নিহত 11 হতাহত বহু

চাণক্য বাংলা ওয়েব ডেস্ক:

গতরাতে ঢাকার নারায়ণগঞ্জের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। নিহত 11, আহত সংখ্যা বহু, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে তখন এশার নামাজ চলছিল, কাছে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারের বিস্ফোরণ ঘটে, এতে প্রভাবিত হয়ে ফেটে যায় মসজিদের ভেতর থাকা এসি। ঘটনাস্থলেই মারা যান 11 জন। আহতের সংখ্যা বহু। হতাহতদের চিকিৎসা চলছে।