• chanakyabangla

ভরদুপুরে দিল্লিতে গুলির লড়াই, ধৃত ২ আন্তর্জাতিক জঙ্গি


ভরদুপুরে দিল্লিতে গুলির লড়াই, ধৃত ২ আন্তর্জাতিক জঙ্গি

চাণক্য বাংলা ওয়েব ডেস্ক


ভরদুপু রাজধানীর বুকে চলল জঙ্গি-পুলিশ গুলির লড়াই। তবে শেষপর্যন্ত পুলিশেরই জয় হয়েছে। দুই আন্তর্জাতিক জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র। সোমবার দুপুরের এই ঘটনায় উত্তর-পশ্চিম দিল্লিতে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লি থেকে ধৃত দুই জঙ্গির নাম দিলওয়ার সিং ও কুলওয়ান্ত সিং। এরা বব্বর খালসা ইন্টারন্যাশানাল গোষ্ঠীর সদস্য। এদের কাছ থেকে ছ’টি পিস্তল ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। দুজনই পঞ্জাবের বেশ কয়েকটি নাশকতার ঘটনায় যুক্ত রয়েছে এবং পুলিশ হন্যে হয়ে তাদের খুঁজছিল।

প্রসঙ্গত, কানাডা, ব্রিটেন, জার্মানি ও ভারতের কয়েকটি দেশে সক্রিয় এই বব্বর খালসা ইন্টারন্যাশনাল জঙ্গিগোষ্ঠী। ২০১৯ সালে এই জঙ্গিগোষ্ঠীর চারজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে এনআইএ। তারা মূলত পাঞ্জাবের বিভিন্ন এলাকায় জঙ্গি হামলার ছক কষেছিল।