• chanakyabangla

ভিড় মেট্রোয়, আরও ট্রেন


চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

উত্তর থেকে দক্ষিণে ভিড় বাড়ছে মেট্রোয়। তাই আরও বেশি রেক চালানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষের। তবে পূর্ব–‌পশ্চিমে যাত্রী নেই বললেই চলে। আশা, ফুলবাগান স্টেশন চালু হলেই বাড়বে এই রুটেরও যাত্রী। দিল্লির সবুজ–সঙ্কেত পেলেই চালু হতে পারে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান মেট্রো পরিষেবা। আর নোয়াপাড়া থেকে কবি সুভাষ রুটে পুজোর মরশুমে ভিড় চলতি সপ্তাহেই অনেকটা বেড়ে যেতে পারে। রবিবার ছুটির দিনেও মেট্রো চালানোর বিষয়ে চিন্তা–‌ভাবনা চলছে।

অফিস–‌টাইমে টালিগঞ্জ থেকে ধর্মতলা রুটে ই–‌পাশ পাওয়াই দায়। বুধবার বিকেলে ধর্মতলার দিক থেকে দমদম ফেরার কোনও ই–‌পাশ দুপুরের পর থেকে আর মেলেনি। অফিস–‌টাইমে যাত্রী–‌চাপ সামলাতে মেট্রোর জিএম মনোজ যোশি নিজেই চাইছেন নোয়াপাড়া–‌ কবি সুভাষ রুটে আরও অন্তত তিন জোড়া ট্রেন চালাতে। বর্তমানে এই রুটে ১১০টি ট্রেন চলে। অফিস–‌টাইমের ১০ মিনিটের ব্যবধান কমিয়ে মেট্রো–‌কর্তারা ভাবছেন সেটি ৮ মিনিট করতে। ১৪ সেপ্টেম্বর নিউ নর্মালে মেট্রো শুরুর দিন দমদম–‌ কবি সুভাষ রুটে যাত্রী ছিলেন হাজার বিশেক। ২১ সেপ্টেম্বর বেড়ে দঁাড়ায় ৪৩ হাজার ৭০০। মঙ্গলবার ৪৬,৭১১।