• chanakyabangla

মনিশ শুক্লার পর, আক্রান্ত আরো এক বিজেপি নেতা


মনিশ শুক্লার পর, আক্রান্ত আরো এক বিজেপি নেতা

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

টিটা গড়ের বিজেপি নেতা মনিশ শুক্লার ঘটনার রেশ কাটতে না কাটতে , রাজ্যেআক্রান্ত হলেন প্রাক্তন বিধায়ক তথা রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য, ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার সময় তার উপর এই হামলার ঘটনা ঘটে।

ঘটনার নিন্দা করে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, প্রত্যেকদিন পশ্চিমবঙ্গের অরাজক অবস্থা সামনে চলে আসছে। হাথরস কাণ্ডে মুখ্যমন্ত্রী পথে হাঁটতে পারেন কিন্তু মণীশ শুক্ল বা আজকের এই ঘটনা নিয়ে তাঁকে কিছু বলতে শোনা যায়নি। গণতন্ত্রের ওপর আক্রমণ বলে জানান সায়ন্তন বসু।

ঘটনার নিন্দা করে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, প্রত্যেকদিন পশ্চিমবঙ্গের অরাজক অবস্থা সামনে চলে আসছে। হাথরস কাণ্ডে মুখ্যমন্ত্রী পথে হাঁটতে পারেন কিন্তু মণীশ শুক্ল বা আজকের এই ঘটনা নিয়ে তাঁকে কিছু বলতে শোনা যায়নি। গণতন্ত্রের ওপর আক্রমণ বলে জানান সায়ন্তন বসু।

এই দিনের ঘটনায় বিজেপি দাবি করেছে কোনরকম প্ররোচনায় ছাড়াই শমীক ভট্টাচার্য এর উপর আক্রমন করা হয়। সৌমিক ভট্টাচার্যের বাড়ি ভেঙ্গে দেওয়ার পাশাপাশি লুটতরাজ ও করা হয়। এই ঘটনায় শমীক ভট্টাচার্য সহ কয়েকজন কর্মী আহত হয়েছে,স্থানীয় পুলিশ আহতদের চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেছে বলে জানা গেছে।