• chanakyabangla

ময়নাগুড়ি কি হতে চলেছে উত্তরবঙ্গের উহান প্রদেশ?


ময়নাগুড়ি কি হতে চলেছে উত্তরবঙ্গের উহান প্রদেশ?

চানক্য বাংলা ওয়েব ডেস্ক: যতদিন এগোচ্ছে ততোই ময়নাগুড়িতে করোনা সংক্রমনের সংখ্যা বেড়েই যাচ্ছে, গতকালের চারজনের পর এখন ময়নাগুড়িতে করণা আক্রান্তের সংখ্যা হয়ে দাঁড়ালো ৮৮৬। আর কদিন বাদেই দুর্গাপুজো কিন্তু করোনা পরিস্থিতি লাগামছাড়া হয়ে যাওয়ায় পুজোর সময় ময়নাগুড়ি বাসিন্দাদের মন বিষন্নতায় ভরে গেছে। এখন তাদের একটাই চিন্তা কবে আসবে ভ্যাকসিন এবং ময়নাগুড়িতে কবে করণা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। অনেক বাসিন্দা মনে করছেন এরকম পরিস্থিতি চলতে থাকলে অচিরেই চীনের উহান প্রদেশের সাথে উত্তরবঙ্গের এই প্রত্যন্ত ব্লক ময়নাগুড়ির কোন পার্থক্য থাকবে না, ঘরে ঘরে দেখা দেবে করণা আক্রান্ত রোগী। এর থেকেও দুর চিন্তার ব্যাপার হলো, বাসিন্দাদের মধ্যে সচেতনতার অভাব। সোশ্যাল ডিসটেন্স তো মানা হচ্ছেই না আর রাস্তাঘাটে মার্ক্স ছাড়া লোকের অভাব নেই। আমরা সকলেই জানি যে কেরোল করোনা পরিস্থিতিতে সারাদেশের কাছে রোল মডেল হয়ে উঠেছিল, কিন্তু সেই কেরলে 'ওমান' অনুষ্ঠানের পর করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তাই দুর্গাপুজোর পর ময়নাগুড়ির করো না পরিস্থিতি কি হবে তা নিয়ে, সাধারণ মানুষ থেকে শুরু করে, চিকিৎসক, প্রশাসন সকলের কপালে চিন্তার ভাঁজ রয়েছে।