• chanakyabangla

মুকুল কৈলাস লকেট সহ বিজেপির 25 জন নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ।


চানক্য বাংলা ওয়েব ডেস্ক:মুকুল কৈলাস লকেট সহ বিজেপির 25 জন নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ। নবান্ন অভিযানে বেআইনি জমায়েত করায় তাদের বিরুদ্ধে এফআইআর করলো হেস্টিং থানার পুলিশ। লকেট , অর্জুন সিংহ, সিংহ , মজুমদার এবং ভারতী ঘোষ ছাড়াও আরো অন্যান্য বড় মাপের বিজেপি নেতার নাম রয়েছে।