• chanakyabangla

মিছিল পাল্টা মিছিল কে ঘিরে উত্তেজনা তুফানগঞ্জ এর চিলাখানা এলাকায়, সংঘর্ষে আহত বিজেপি নেতা।


মিছিল পাল্টা মিছিল কে ঘিরে উত্তেজনা তুফানগঞ্জ এর চিলাখানা এলাকায়, পুলিশের মারে আহত বিজেপি নেতা

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:গতকাল তুফানগঞ্জ এ কালাচাঁদ কর্মকার নামে এক বিজেপি কর্মীর খুন হয়, তারই প্রতিবাদে আজ তুফানগঞ্জ মহকুমা জুড়ে বনধ ডেকেছে বিজেপি, এবং সেই বনধ এর সমর্থনে বিজেপি মিছিল বের করলে বনধের বিপক্ষে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস,এতে দুটো মিছিল মুখোমুখি চলে আছে এবং তুফানগঞ্জ এর চিলাখানা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। আহত হয় বিজিপির তুফানগঞ্জ বিধানসভার সহ সংযোজক বিমল পাল সহ একাধিক বিজেপি কর্মী এবং সমর্থক, তারা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে উপস্থিত পুলিশ বাহিনী নিমেষের মধ্যে ঘটনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে।