• chanakyabangla

মৃত্যুর কাছে নতিস্বীকার করতে হল কিংবদন্তি সংগীতশিল্পী তথা অভিনেতা এস পি বালাসুব্রহ্মণ্যম


চাণক্য বাংলা ডিজিটাল ডেস্ক:

করোনাকে হার মানিয়েছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। মৃত্যুর কাছে নতিস্বীকার করতে হল কিংবদন্তি সংগীতশিল্পী তথা অভিনেতা এস পি বালাসুব্রহ্মণ্যমকে (SP Balasubramanyam)। ৭৪ বছর বয়সে থেমে গেল দক্ষিণী তারকা জীবনের চাকা। চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।