• chanakyabangla

মায়ের গর্ভ থেকে বেরিয়েই চিকিৎসকের সার্জিক্যাল মাস্ক ধরে টান সদ্যোজাতর।


মায়ের গর্ভ থেকে বেরিয়েই চিকিৎসকের সার্জিক্যাল মাস্ক ধরে টান সদ্যোজাতর। পুরনো এই ছবিটা নতুন করে ভাইরাল হয়েছে। আতঙ্কিত মানুষের মনে এই ছবিটাই আশা নিয়ে এসেছে। আবার সেই সময়ে ফিরে যাওয়ার ইচ্ছে গোটা বিশ্বের মানুষের। যে সময়ে বাড়ির বাইরে পা দেওয়ার সময়ে এত হিসেব কষতে হত না। এত আতঙ্ক ছিল না। এই ছবিটা যেন সেই সময়ের কথাই মনে করিয়ে দিচ্ছে নেটিজেনদের। এবং আশার আলো দেখাচ্ছে, আবার সুস্থ হয়ে উঠবে পৃথিবী। যেদিন আর মাস্ক বাধ্যতামূলক হবে না। 

ছবিটি সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুবাইয়ের এক গাইনকোলজিস্ট সামের চিয়াব। লিখেছেন, ‘‌আমরা সবাই চাই এই মাস্কটা খুলতে ফেলতে। কেবল একটি মাত্র ইঙ্গিতের প্রয়োজন।’ সেই পোস্টটি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। শেয়ার করে কেউ লিখেছেন, ‘‌এটাই ২০২০ সালের ছবি।’ কেউ আবার লিখলেন, ‘‌এই সময়টা আবার ফিরবে। যেদিন আর মাস্ক পরতে হবে না।’‌ ‌  ‌‌