• chanakyabangla

রাজ্যে কোভিড হাসপাতালগুলিতে বেড বাড়ানো হচ্ছে, বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দফতর


রাজ্যে কোভিড হাসপাতালগুলিতে বেড বাড়ানো হচ্ছে, বিজ্ঞপ্তি জারি করল স্বাস্থ্য দফতর

চানক্য বাংলা ওয়েব ডেস্ক:

রাজ্যে করোনায় সংক্রমিতদের সুস্থতার হার বৃদ্ধি পেলেও, নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় চার হাজারের কাছাকাছি থাকছেই। একদিকে, এখনও উৎসব মরসুম শেষ হয়নি। রয়েছে কালীপুজো, দিওয়ালি, ভাইফোটা, ছটপুজোর মতো উৎসবগুলি। ফলে আগামী দিনে সংক্রমণের সংখ্যা বাড়তে পারে, সেই কথা মাথায় রেখে আগেভাগে পদক্ষেপ নিল প্রশাসন। রাজ্যের প্রতিটি কোভিড হাসাপাতালে বেডের পাশাপাশি এইচডিইউ এবং সিসিইউ বেডের সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন হাসপাতালে কত সংখ্যক বেডের সংখ্যা বাড়ানো হয়েছে, সেই সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

হাসপাতালগুলির মধ্যে রয়েছে, কলকাতা এম আর বাঙুর, রাজারহাটের সিএনসিআই, কলকাতা নীলরতন সরকার মডিক্যাল কলেজ ও হাসপাতাল, উত্তর ২৪ পরগনার সাগর দত্ত, দক্ষিণ ২৪ পরগনা জেলার সিএনওএইচ প্রস্তাব অনুযায়ী যাদবপুরের কে এস রায় টিবি হাসপাতালেও ১৩০টি বেডকে কোভিড রোগীর চিকাৎসার জন্য ব্যবহারে বরাদ্দ করা হয়েছে। এছাড়াও রয়েছে বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, তপসিকণ্ঠ আয়ুষ হাসপাতাল, বড়মা মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল, পশ্চিম মেদিনীপুরের শালবনি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, কালিম্পংয়ের ত্রিবেণী ট্যুরিস্ট লজ কোভিড হাসপাতাল, মুর্শিদাবাদের পুরনো মাতৃসদন, ঝাড়গ্রামের নাইট শেল্টার কোভিড হাসপাতাল, সিঙ্গুর টিসিএফ, নৈহাটি এসজিএইচ, উত্তর ২৪ পরগনার শ্রী বলরাম সেবা মন্দির, অশোকনগরের এসজিএইচ, কল্যাণীর নেতাজি সুভাষ স্যানেটরিয়াম, কোচবিহারের মিশন হাসপাতাল, জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন। আগামী এক মাসের জন্য উত্তর ২৪ পরগনার নেহেরু মেমোরিয়াল টেকনোলজিক্যাল হাসপাতালের অ্যানেক্স বিল্ডিংয়ের ৫০টি এইচডিইউ বেডকে কোভিড রোগীদের চিকিৎসার জ‌ন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।