• chanakyabangla

রাতারাতি কারখানায় তালা ঝুলিয়ে পালিয়েছেন মালিকরা।


রাতারাতি কারখানায় তালা ঝুলিয়ে পালিয়েছেন মালিকরা। বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানায় তালা ঝুলতে দেখে বন্ধ গেটের সামনে এই অভিযোগে বিক্ষোভে ফেটে পড়লেন টিটাগড়ের একটি জুটমিলের শ্রমিকরা। পুজোর মুখে এভাবে মিল বন্ধ হয়ে যাওয়ায় কারখানা লাগোয়া রাস্তায় পথ অবরোধ করেন কয়েকশো শ্রমিক। দিনের ব্যস্ত সময়ে এই অবরোধ বিক্ষোভের ফলে টিটাগড়ে যানজট তৈরি হয়। বাংলা জুট সংগঠনের সচিব রামকৃষ্ণ বললেন, ‘‌গত রাতে কারখানা কর্তৃপক্ষ চুপিসাড়ে সব কিছু খালি করে জুটমিলে তালা লাগিয়ে দিয়ে চলে গিয়েছে। আমরা চাই কারখানা আবার খোলা হোক।’‌ এক শ্রমিক বললেন, ‘‌যতক্ষণ না মালিকরা আবার কারখানা খোলার সিদ্ধান্ত নেবেন, ততক্ষণ আমরা বিক্ষোভ চালিয়েই যাব।’‌ কাউকে কিছু না জানিয়ে, বা আলোচনা না করে এভাবে এক রাতের মধ্যে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং তা ফের খোলার দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় স্থানীয় পুলিশ এবং প্রশাসন।